পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের সহায়তায় "Toward a Multisectoral Action Plan for Sustainable Plastic Management in Bangladesh" প্রণীত হয়েছে। এ Action Plan-এ ২০২৬ সালের মধ্যে Single use plastic কে ৯০% phase out করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উক্ত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ হতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক/প্লাস্টিকের ব্যবহার হ্রাসকরণ এবং প্রযোজ্য ক্ষেত্রে বন্ধকরণের নিমিত্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক/প্লাস্টিকের ব্যবহারজনিত পরিবেশের মারাত্মক দূষণ ও মানব স্বাস্থ্যের ক্ষতিকর ঝুঁকি মোকাবেলায় জিটিসিএল এ প্লাস্টিক ব্যবহার কমানো/বন্ধকরণ (প্রযোজ্য ক্ষেত্রে) এ সচেষ্ট হতে হবে।