গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এর ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ, রোজ শুক্রবার ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল ৯.০০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অতঃপর জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে জিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রুখসানা নাজমা ইছহাক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকালে কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ এবং প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কোম্পানির প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সমূহে কর্মরত সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন। উক্ত প্রতিযোগিতায় মহিলা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, চোখ বেঁধে হাড়িভাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ এবং পুরুষ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ১০০ মিটার দৌড়, ভারসাম্য দৌড়, ২০০ মিটার দৌড়, ৪X ১০০ মিটার রিলে দৌড়, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্প, ফুটসাল/পেনাল্টি শর্ট ইত্যাদি ইভেন্ট অন্তর্ভূক্ত ছিল। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয় ও মহাব্যবস্থাপকগণ পুরষ্কার বিতরণ করেন।