০৬-১১-২০২৪ তারিখ জিটিসিএল প্রধান কার্যালয়স্থ সম্মেলন কক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক মহোদয়ের সভাপতিত্বে বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের অধীন "Procurement of 01(one) 300 MMSCFD Capacity Metering Station at Gazaria, 01(one) 600 MMSCFD Capacity Metering Station at Meghnaghat and 01(one) 300 MMSCFD Capacity Metering Station at Haripur on Design, Supply and Installation Services (Turn-Key/EPC) Basis’ শীর্ষক কাজ সম্পাদনের লক্ষ্যে Gas Transmission Company Ltd. এবং China Petroleum Pipeline Engineering Company Limited (CPP) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জিটিসিএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এইচ এম নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে CPP International এর Vice President Mr. Sun Bijun উপস্থিত ছিলেন। কোম্পানির মহাব্যবস্থাপকগণ, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।