Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০২৩

বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প-এর কমিশনিং কার্যক্রম।


প্রকাশন তারিখ : 2023-09-11

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১১ সালে প্রদত্ত দেশের উত্তর জনপদ তথা রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে জিটিসিএল কর্তৃক বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকাতায় ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০ কি.মি. দীর্ঘ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ সম্পন্ন করা হয়। উক্ত পাইপলাইনটি টেস্টিং পরবর্তী প্রি-কমিশনিং কাজ গত ০৯-০৯-২০২৩ তারিখে সম্পন্নপূর্বক প্রাকৃতিক গ্যাস দ্বারা Pressurised করা হয় ও কমিশনিং কাজ সুসম্পন্ন করা হয়। ফলে পাইপলাইনটি বর্তমানে গ্যাস সরবরাহের জন্য কারিগরিভাবে সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে।