১৯-০৯-২০২৩ তারিখে জিটিসিএল প্রধান কার্যালয়ে, সম্মেলন কক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক মহোদয়ের সভাপতিত্বে বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের অধীনে নিম্নবর্ণিত ০৩ (তিন) টি সেকশনে নির্মাণ কাজের চুক্তি সম্পাদিত হয় ও দোয়া অনুষ্ঠিত হয়:
1. Construction of 42”OD x 1000 psig Gas Transmission Pipeline from Bakhrabad Pig Launcher Station to East side of Kathalia River (approx. 16 km), Section-A;
2. Construction of 42”OD x 1000 psig Gas Transmission Pipeline from west side of kathalia River to East side of Meghna River (approx. 15.5 km), Section-B এবং
3. Construction of 42”OD x 1000 psig Gas Transmission Pipeline from West side of Meghna River to Haripur Metering Station, Narayanganj (approx. 12.00 km), Section-C.
বর্ণিত পাইপলাইন নির্মাণ কাজসমূহ সম্পাদনের লক্ষ্যে জিটিসিএল এর সঙ্গে যথাক্রমে Castle Construction Co. Ltd. JV (Section-A), Technic Construction Company Ltd. JV(Section-B) এবং Pipeliners-Royal-Businessking JV(Section-C) এর চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিটিসিএল এর মহাব্যবস্থাপকগণ, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং বর্ণিত ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহের উর্দ্ধতন কর্মকর্তাগণ
উপস্থিত ছিলেন।