গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এর বার্ষিক বনভোজন ২০২৪-২৫ গত ১১ জানুয়ারি, ২০২৫, রোজ শনিবার ড্রিম হলিডে পার্ক (মেঠোনীড় স্পট), চৈতাব, পাঁচদোনা, নরসিংদী-এ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। বার্ষিক বনভোজনে জিটিসিএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এইচ এম নুরুল ইসলাম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক, মহাব্যবস্থাপকবৃন্দ, প্রকল্প পরিচালকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোম্পানির সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বপরিবারে অংশগ্রহণ করেন। উক্ত মিলন মেলায় মধ্যাহ্নভোজ পূর্ববর্তী সময়ে সকলস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও পোষ্যদের জন্য বিভিন্ন প্রকার খেলাধুলা এবং মধ্যাহ্নভোজ পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর আয়োজন করা হয়। অত:পর জিটিসিএল বোর্ডের মাননীয় চেয়ারম্যান ও কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সমাপনী বক্তব্য প্রদান করেন। পরিশেষে, বার্ষিক বনভোজন কমিটির আহবায়ক বনভোজনে অংশগ্রহণকারী সকল কর্মকর্তা/কর্মচারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, বনভোজন সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটি এবং বিভিন্ন উপ-কমিটির আহবায়ক ও সদস্যদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।