Wellcome to National Portal
  • 2022-02-02-05-17-6e1574c633729882e1cc8719177ea7ce
  • 2022-06-06-06-46-fec1b14a53b7d2a5d06f8e194eb50869
  • 2022-02-02-05-32-3b0bd8614ca9c3f0ce386c9c6139a4a8
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি


প্রকাশন তারিখ : 2025-01-19

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) পেট্রোবাংলার আওতাধীন একটি কোম্পানি। গত ১৩ই জানুয়ারি, ২০২৫ তারিখ আনুমানিক বেলা ২:১০ ঘটিকায় কোম্পানির প্রধান কার্যালয় ভবনের রাস্তার পার্শ্বে বাহিরের দেয়ালে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অনাকাঙ্খিতভাবে হঠাৎ করে বিগত সরকারের আমলের শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ-এর ভাষণ কে বা কারা সম্প্রচার করে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং কোম্পানির ভাবমূর্তি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু কর্মপরিবেশ রক্ষার অন্তরায়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকাবাসী প্রধান কার্যালয়ে এসে এর প্রতিবাদ জানায়। জিটিসিএল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে কে বা কারা জড়িত তা সরেজমিনে তদন্তকরতঃ প্রকৃত ঘটনা উদঘাটন ও ঘটনার সাথে সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গকে চিহ্নিত করার লক্ষ্যে  ০৩(তিন) কার্যদিবসের মধ্যে সুপারিশ দাখিলের জন্য গত ১৪ই জানুয়ারি, ২০২৫ তারিখে ০৫(পাঁচ) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। কোম্পানি কর্তৃপক্ষ কর্তৃক উক্ত ঘটনায় সংশ্লিষ্ট ডিভিশনের ০১ জন উপ-মহাব্যবস্থাপক, ০১ জন ব্যবস্থাপক, ০১ জন সহকারী ব্যবস্থাপক(নিরাপত্তা) এবং  ০১ জন উপ-সহকারী প্রকৌশলীকে কম গুরুত্বপূর্ণ দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া ০২ জন ইলেকট্রিশিয়ান-কে ঢাকার বাহিরে মহেশখালী ও কুমিল্লায় বদলি করা হয়েছে এবং স্থাপিত ডিসপ্লে বোর্ডটি অপসারণ করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটি ১৮-০১-২০২৫ তারিখে সুপারিশ সংবলিত প্রতিবেদন ব্যবস্থাপনা পরিচালক বরাবরে দাখিল করে। কমিটি ৪র্থ তলার সংশ্লিষ্ট স্থান সিসি-টিভির আওতায় না থাকায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণের সাক্ষাৎকারে সুনির্দিষ্ট প্রমাণাদি না পাওয়ায় প্রকৃত ঘটনা উদঘটন বা ঘটনার সাথে সরাসরি সংশ্লিষ্ট দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ-কে চিহ্নিত করতে পারেনি। তবে কমিটি ডিসপ্লে বোর্ডটি বিচ্ছিন্নকরণে ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট আইসিটি ডিভিশন-কে দায়ী করে এবং ডিসপ্লে বোর্ড সংলগ্ন স্থানে কতিপয় সন্দেহজনক কর্মচারিকে ঘটনার সময় ঘোরাফেরার বিষয়টি উল্লেখ করে। এতদসংগে কমিটি জিটিসিএল ভবনের স্পর্শকাতর/গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি/আইপি ক্যামেরা স্থাপনের বিষয়ে সুপারিশ করে। উল্লেখ্য এ ঘটনার প্রকৃত কারণ এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য পেট্রোবাংলা কর্তৃক একটি কমিটি গঠন করা হয়েছে যার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

কমিটির উক্ত সুপারিশের আলোকে কোম্পানি কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে কোম্পানি কর্তৃপক্ষ সে বিষয়ে সতর্ক এবং সচেষ্ট থাকার আশ্বাস প্রদান করছে।