Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ ডিসেম্বর ২০২৪

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা:২০২৪-২৫


প্রকাশন তারিখ : 2024-12-15

গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এর ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৩ ডিসেম্বর ২০২৪, রোজ শুক্রবার ঢাকার মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল ৮.৩০ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। অতঃপর জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি জিটিসিএল পরিচালনা পর্ষদের এর সম্মানিত চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সচিব জনাব এ এইচ এম নুরূল ইসলাম মহোদয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক মহোদয়, মহাব্যবস্থাপকবৃন্দ এবং প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কোম্পানির প্রধান কার্যালয় ও আঞ্চলিক কার্যালয়সমূহে কর্মরত সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্ত  অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে জিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয় ও মহাব্যবস্থাপকগণ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।