Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জানুয়ারি ২০২৫

জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১২তম বার্ষিক সাধারণ সভা


প্রকাশন তারিখ : 2025-01-19

গত ১৫-০১-২০২৫ তারিখ রোজ বুধবার বেলা ০২:০০ ঘটিকায় জিটিসিএল প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে জিটিসিএল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১১ম কার্যনির্বাহী পরিষদের ১২তম বার্ষিক সাধারণ সভা এসোসিয়েশনের সভাপতি প্রকৌ. গৌতম ঘোষ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জিটিসিএল পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ এইচ এম নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি জিটিসিএল-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. রুখসানা নাজমা ইছহাক দাপ্তরিক কাজে বাহিরে ছিলেন । অনুষ্ঠানে সাধারণ সম্পাদক কর্তৃক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, অর্থ সম্পাদক কর্তৃক আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। এছাড়া, পূর্ববর্তী বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, নির্বাচন কমিশন গঠন, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ, আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্য এবং মুক্ত আলোচনা ইত্যাদি অনুষ্ঠিত হয়।