Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd নভেম্বর ২০২২

ভবিষ্যত প্রকল্পসমূহ

ক্রমিক নং

প্রকল্পের নাম

পাইপলাইনের ব্যাস

দৈর্ঘ্য

প্রাক্কলিত ব্যয়

(লক্ষ টাকায়)

বাস্তবায়নকাল

প্রকল্পের উদ্দেশ্য ও এতদসংক্রান্ত তথ্য

লাঙ্গলবন্দ-মাওয়া এবং জাজিরা-টেকেরহাট - গোপালগঞ্জ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প

৩৬”

১১০ কি. মি.

২৩৬০০০.০০

জুলাই ২০২৩-জুন ২০২৬

পদ্মা ব্রিজের উপর স্থাপিত পাইপলাইনের সাথে সংযোগ স্থাপন করতঃ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সরবাহের জন্য গ্যাস সঞ্চালন অবকাঠামো নির্মাণ করা; দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলে স্থাপিতব্য বিভিন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও বাণিজ্যিক ইউনিটে গ্যাস সরবরাহ করা; এবং জ্বালানি সরবরাহের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করা।

প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে।
শাহবাজপুর গ্যাস ফিল্ড-ভোলা নর্থ গ্যাস ফিল্ড-লাহারহাট-বরিশাল গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প ৩০" ৬২ কি.মি. ১১৬৬০০.০০ জুলাই ২০২৩-জুন ২০২৬ ভোলায় প্রাপ্ত গ্যাস স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহের নিমিত্ত গ্যাস সঞ্চালন গ্রিডের অবকাঠামো হিসেবে এ প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। 
কুয়াকাটা-পায়রা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প ৪২" ৩০ কি.মি. ১০০০৬৪.০০ জুলাই ২০২৩- জুন ২০২৬ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যমান ও স্থাপিতব্য গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, শিল্পকারখানা ও অন্যান্য গ্রাহককে গ্যাস সরবরাহের লক্ষ্যে কুয়াকাটায় স্থাপিতব্য FSRU হতে রিগ্যাসিফাইড এলএনজি (RLNG) সরবরাহের নিমিত্ত গ্যাস সঞ্চালন গ্রিডের অবকাঠামো হিসেবে এ প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।
পায়রা-বরিশাল-গোপালগঞ্জ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প ৪২" ১৫৩ কি.মি. ৫৯৫২৭৮.০০ জুলাই ২০২৩- জুন ২০২৬ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যমান ও স্থাপিতব্য গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, শিল্প ও অন্যান্য গ্রাহককে গ্যাস সরবরাহের লক্ষ্যে পায়রা বন্দর হতে রিগ্যাসিফাইড এলএনজি (RLNG) গোপালগঞ্জ পর্যন্ত সরবরাহের নিমিত্ত সঞ্চালন অবকাঠামো নির্মাণ করা।

খুলনা-গোপালগঞ্জ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প

৩৬”

৪৮ কি. মি.

১০৭৯৩১.০০

জুলাই ২০২৩-জুন ২০২৬

গোপালগঞ্জ হাবের সাথে বিদ্যমান খুলনা সিজিএস এর সংযোগ স্থাপন; দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলে স্থাপিতব্য বিভিন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা ও বাণিজ্যিক ইউনিটে গ্যাস সরবরাহ করা; এবং জ্বালানি সরবরাহের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করা।