Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়া-রংপুর-সৈয়দপুর প্রকল্প

 

 

 

 

 

 

প্রকল্প পরিচালকঃ খন্দকার আরিফুল ইসলাম

প্রকল্পের নাম: বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প
ই-মেইল: gtclbrs@gmail.com
মোবাইল: ০১৭০৯৬৩৯৭২৭

 

 

প্রকল্পের নাম: বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত)

প্রকল্পের উদ্দেশ্য:

দেশের উত্তর জনপদে প্রাকৃতিক গ্যাস সরবরাহের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণের সুযোগ সৃষ্টিসহ বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহকের গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে ১০০০ পিএসআইজি এর ৩০ ইঞ্চি ব্যাস x ১৫০ কি.মি. দীর্ঘ পাইপলাইন এবং আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা।

বাস্তবায়নকাল: অক্টোবর ২০১৮ হতে জুন ২০২৫

মূল ডিপিপি অনুমোদনের তারিখ:  ০৪ নভেম্বর ২০১৮

১ম সংশোধিত ডিপিপি অনুমোদনের তারিখ:  ৩১ অক্টোবর ২০২৩

অর্থের উৎস: জিওবি এবং জিটিসিএল।

প্রকল্প ব্যয় (লক্ষ টাকায়):  মোট ১৪৯০১৩.০০ (এক হাজার চারশত নব্বই কোটি তের লক্ষ)
[জিওবি: ১৪৭০২৯.০০ (এক হাজার চারশত সত্তর কোটি ঊনত্রিশ লক্ষ) এবং জিটিসিএল: ১৯৮৪.০০ (উনিশ কোটি চুরাশি লক্ষ]

 

অর্জিত অগ্রগতি:

প্রকল্পের আওতায় লাইন পাইপ, কোটিং ম্যাটেরিয়ালস, ইন্ডাকশন বেন্ড, ফিটিংস ও পিগ ট্রাপ এবং বিভিন্ন ধরণের ভাল্ব আমদানিপূর্বক পাইপলাইন নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে। প্রকল্পের আওতায় পাইপলাইন পথসত্বের সয়েল ও সাব-সারফেস ইনভেস্টিগেশন, ৩০ ইঞ্চি ব্যাসের ১৪৭.৫০ কি.মি. পাইপলাইন নির্মাণ এবং এইচডিডি পদ্ধতিতে ০৬টি নদী ও ২টি খাল ক্রসিং কাজ মাঠ পর্যায়ে সম্পাদনপূর্বক ০৯-০৯-২০২৩ তারিখে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে পাইপলাইনটি কমিশনিং করা হয়েছে। নির্মিত ১৫০ কি.মি. পাইপলাইনে সিপি সিস্টেম স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। ভূমি উন্নয়ন, রিটেইনিং ওয়াল ও বাউন্ডারী ওয়াল নির্মাণ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এপ্রোচ রোড, সারফেস ড্রেন নির্মাণ ও এরিয়া লাইটিং স্থাপনের লক্ষ্যে ঠিকাদারগণের সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। EPC/Turn-Key ভিত্তিতে সৈয়দপুরে ১০০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন ১টি সিজিএস, রংপুরে ৫০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন ১টি টিবিএস এবং পীরগঞ্জে ২০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন ১টি টিবিএস স্থাপন কাজের বৈদেশিক ঠিকাদার কর্তৃক সমুদয় মালামাল আমদানিপূর্বক মেকনিক্যাল ফেব্রিকেশন কাজ সম্পন্ন হয়েছে। প্ল্যান্ট সমূহের Leak Test চলমান রয়েছে। আশা করা হচ্ছে, ফেব্রুয়ারী’২৫ এর মধ্যে মিটারিং ষ্টেশনের কাজ সম্পন্ন হবে।

প্রকল্পের আওতায় বগুড়া, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলার ১০টি উপজেলায় ভূমি অধিগ্রহণের বিপরীতে সমুদয় অর্থ পরিশোধ করা হয়েছে এবং ৮ ধারা নোটিশ জারী হয়েছে। নীলফামারী জেলায় ভূমি হুকুমদখলের ক্ষতিপূরণের প্রাক্কলন ২৩-০১-২০২৫ তারিখে এবং গাইবান্ধা জেলায় ভূমি হুকুমদখলের ক্ষতিপূরণের প্রাক্কলন ০৩-০২-২০২৫ তারিখে চূড়ান্ত করা হয়েছে। রংপুর জেলায় ভূমি হুকুমদখলের ক্ষতিপূরণের প্রাক্কলন প্রস্তুতের কাজ চলমান রয়েছে।

শুরু হতে প্রকল্পের বাস্তব অগ্রগতি শতকরা ৯২ ভাগ এবং আর্থিক অগ্রগতি শতকরা ৮৫.৭০ ভাগ।