Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০২২

বগুড়া-রংপুর-সৈয়দপুর প্রকল্প

 

 

 

 

 

 

প্রকল্প পরিচালকঃ খন্দকার আরিফুল ইসলাম

প্রকল্পের নাম: বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প
ই-মেইল: gtclbrs@gmail.com
মোবাইল: ০১৭০৯৬৩৯৭২৭

 

 

প্রকল্পের নাম: বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প

প্রকল্পের উদ্দেশ্য   :

দেশের উত্তর জনপদে প্রাকৃতিক গ্যাস সরবরাহের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণের সুযোগ সৃষ্টিসহ বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহকের গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে ১০০০ পিএসআইজি এর ৩০″ ব্যাস x ১৫০ কি.মি. দীর্ঘ পাইপলাইন এবং আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা।

বাস্তবায়নকাল      : অক্টোবর ২০১৮ হতে জুন ২০২৩।

ডিপিপি অনুমোদনের তারিখ:  ০৪ নভেম্বর ২০১৮.

অর্থের উৎস         :    জিওবি এবং জিটিসিএল।

প্রকল্প ব্যয় (লক্ষ টাকায়):    মোট ১৩৭৮,৫৫.০০(এক হাজার তিনশত আটাত্তর কোটি পঞ্চান্ন লক্ষ)
[জিওবি: ১৩৬৮,৫২.০০ (এক হাজার তিনশত আটষট্টি কোটি বায়ান্ন লক্ষ) এবং জিটিসিএল: ১০,০৩.০০(দশ কোটি তিন লক্ষ]

অর্জিত অগ্রগতিঃ

প্রকল্পের আওতায় সমূদয় মালামাল যথা: লাইনপাইপ, ইন্ডাকশান বেন্ড, কোটিং ম্যাটেরিয়ালস, ফিটিংস ও পিগ ট্রাপ এবং বল ভাল্ব, প্লাগ ভাল্ব ও গেট ভাল্ব আমদানিপূর্বক মাঠ পর্যায়ে পাইপলাইন নির্মাণ কাজের জন্য নিয়োজিত ঠিকাদারগণকে হস্তান্তর করা হয়েছে। গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ কাজের জন্য ৫ টি সেকশনে বিভক্ত করে ৫ জন স্থানীয় ঠিকাদারের সাথে ১২-১২-২০২১ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়। ইতোমধ্যে ১৪০ কি.মি.  পাইপলাইন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় এইচডিডি পদ্ধতিতে ৬টি নদী ও ২টি খাল অতিক্রমণ কাজের জন্য ইপিসি ভিত্তিক বৈদেশিক ঠিকাদারের সাথে ১১-০৪-২০২২ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঠিকাদার Soil Survey, HDD Crossing Profile ও Welder Qualification Test সম্পন্নপূর্বক যন্ত্রপাতি প্রকল্প সাইটে মোবিলাইজ করেছে। ইতোমধ্যে ১টি খাল (বগুড়া ক্যানেল) HDD পদ্ধতিতে নদী অতিক্রমণের কাজ সম্পন্ন করেছে। প্রকল্পের আওতায় ইপিসি ভিত্তিতে সৈয়দপুরে ১০০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন একটি সিটি গেইট স্টেশন (সিজিএস), রংপুরে ৫০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন একটি টাউন বর্ডার স্টেশন (টিবিএস) এবং পীরগঞ্জে ২০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন  একটি টাউন বর্ডার স্টেশন (টিবিএস) স্থাপন কাজের জন্য বৈদেশিক ঠিকাদারের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রকল্পের আওতায় বগুড়া, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলার ১০ টি উপজেলার ভূমি অধিগ্রহণ এবং ভূমি হুকুমদখলের প্রস্তাব ভূমি মন্ত্রণালয় হতে অনুমোদিত হয়েছে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের চূড়ান্ত প্রাক্কলনের বিপরীতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা, বগুড়া সদর উপজেলা, রংপুর জেলার পীরগঞ্জ, তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সমূদয় অর্থ পরিশোধ করা হয়েছে। ভূমি অধিগ্রহণের বিপরীতে ৮ ধারা ও ভূমি হুকুমদখলের বিপরীতে ২০ ধারা নোটিশ জারির কার্যক্রম চলমান রয়েছে। শুরু হতে প্রকল্পের বাস্তব অগ্রগতি শতকরা ৬৫ ভাগ এবং আর্থিক অগ্রগতি শতকরা ৬০.৩১ ভাগ।