Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জানুয়ারি ২০২৫

বাখরাবাদ- মেঘনাঘাট- হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প

Project Director: Mohammad Sanwar Hossain
Project Name: Bakhrabd-Meghnaghat-Haripur Gas Transmission Pipeline Project
E-Mail: bmhgtcl@gmail.com
Cell No.: 01709 639688

 

 

 

প্রকল্পের শিরোনাম  : বাখরাবাদ- মেঘনাঘাট- হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প (১ম সংশোধিত)।

প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা  :

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে মেঘনাঘাট পাওয়ার হাব এলাকায় এবং হরিপুর, সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার এলাকায় স্থাপিত ও স্থাপিতব্য বিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল, শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক গ্রাহক ও অন্যান্য গ্রাহকদের গ্যাস সরবরাহের নিমিত্ত কুমিল্লা জেলার বাখরাবাদ হতে নারায়ণগঞ্জ জেলার মেঘনাঘাট হয়ে হরিপুর পর্যন্ত ৪২ ইঞ্চি ব্যাসের ৫০ কি.মি. দীর্ঘ গ্যাস সঞ্চালন পাইপলাইন এবং আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা।

প্রকল্পের বাস্তবায়নকাল  : জুলাই ২০২১ – জুন ২০২৬

ডিপিপি অনুমোদনের তারিখ : ০৮ জুন ২০২১

অর্থায়নের উৎস  : জিওবি, পেট্রোবাংলা, টিজিটিডি পিএলসি, বিজিডিসিএল ও জিটিসিএল-এর নিজস্ব অর্থায়ন।

প্রকল্প ব্যয় (লক্ষ টাকায়)মোট ১৫৭০,৭৭.০ (এক হাজার পাঁচশত সত্তর কোটি সাতাত্তর লক্ষ)

[জিওবি: ৭৩৮,২৬.০০ (সাতশত আটত্রিশ কোটি ছাব্বিশ লক্ষ) এবং নিজস্ব অর্থায়ন: ৮৩২,৫১.০০ (আটশত বত্রিশ কোটি একান্ন লক্ষ)]

প্রকল্পের অর্জন:

পণ্য ও মালামাল ক্রয়ের মোট ৬ টি প্যাকেজের (Line Pipe, Coating & Wrapping Materials, Induction Bends, Miscellaneous Fittings & Pig Traps, Ball, Gate & Plug Valves ও Cathodic Protection Materials) ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। সয়েল ও সাব-সয়েল ইনভেস্টিগেশন কাজ সম্পন্ন হয়েছে। ৪২ ইঞ্চি ব্যাসের ৪৩.৫ কি.মি. পাইপলাইন স্থাপন-এর লক্ষ্যে গত ১৫-১১-২০২৩ তারিখে ৩টি সেকশনের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। ইতোমধ্যে ৩৯.৪ কি:মি: (৯৪%) পাইপলাইন স্থাপন সম্পন্ন হয়েছে। EPC/Turn-Key ভিত্তিক HDD পদ্ধতি প্রয়োগে ০৯ টি নদী (গোমতী, মেঘনা-গোমতী, মেঘনা-গোমতী শাখা ১, মেঘনা-গোমতী শাখা ২, কাজলা, মেঘনা, আশারিয়া, মেনিখাল ও ব্রহ্মপুত্র) ক্রসিং কাজ সম্পাদনের জন্য গত ১৫-০৫-২০২৩ তারিখে ৩ টি লটের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। HDD পদ্ধতি প্রয়োগে চুক্তিভূক্ত ০৯ টি নদীর মধ্যে অদ্যাবধি ০৭টি নদীর ক্রসিং কাজ (৭৭%) সম্পন্ন হয়েছে। ইপিসি ভিত্তিতে ৩টি মিটারিং স্টেশন (গজারিয়া, মেঘনাঘাট ও হরিপুর) স্থাপনের লক্ষ্যে বৈদেশিক ঠিকাদার China Petroleum Pipeline Engineering Company Limited, China এর সাথে গত ০৬-১১-২০২৪ তারিখে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়। মাঠ পর্যায়ে সয়েল টেস্ট কার্যক্রম সম্পন্ন হয়েছে। ডিজাইন/ড্রয়িং অনুমোদনের কার্যক্রম চলমান রয়েছে।

কুমিল্লা জেলার মুরাদনগর, হোমনা ও তিতাস উপজেলার, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার এবং নারায়নগঞ্জ জেলার বন্দর ও সোনারগাঁও উপজেলার ১০টি এলএ/আরসি কেইসের বিপরীতে প্রাক্কলিত অর্থ সংশ্লিষ্ট জেলা প্রশাসন বরাবর প্রেরণ করা হয়। প্রাক্কলিত অর্থ পরিশোধকৃত উপজেলাসমূহের ভূমি অধিগ্রহণ ও হুকুমদখলের নিমিত্তে সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক ৮(৩) ও ২২(৪) ধারা নোটিশ জারীর কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত/হুকুমদখলকৃত ভূমি হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে। কুমিল্লা জেলাধীন মেঘনা, মুরাদনগর ও তিতাস উপজেলার ৩টি এলএ/আরসি কেইসের বিপরীতে প্রাক্কলিত অর্থ কুমিল্লা জেলা প্রশাসন বরাবর ২৩-১২-২০২৪ তারিখে প্রেরণ করা হয়েছে। এছাড়া কুমিল্লা জেলার মেঘনা উপজেলার আরসি কেইস নং ৩/২০২২-২০২৩ এর বিপরীতে প্রাক্কলিত ২.৪৭ কোটি টাকা জিওবি হতে পরিশোধের লক্ষ্যে অর্থ ছাড়ের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

 প্রকল্পের আর্থিক অগ্রগতি: ৬৯.৩৮%

 প্রকল্পের ভৌত অগ্রগতি: ৭৩%।