Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০২২

বাখরাবাদ- মেঘনাঘাট- হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প

Project Director: Mohammad Sanwar Hossain
Project Name: Bakhrabd-Meghnaghat-Haripur Project
E-Mail: bmhgtcl@gmail.com
Cell No.: 01709 639688
 

 

প্রকল্পের শিরোনাম  : বাখরাবাদ- মেঘনাঘাট- হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প ।

প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা  :

দেশের বিদ্যমান বিদ্যুৎ ঘাটতি মেটানোর লক্ষ্যে মেঘনাঘাট পাওয়ার হাব এলাকায় এবং হরিপুর, সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার এলাকায় স্থাপিত ও স্থাপিতব্য বিদ্যুৎ কেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল, শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক গ্রাহক ও অন্যান্য গ্রাহকদের নিকট গ্যাস সরবরাহের নিমিত্ত কুমিলস্না জেলার বাখরাবাদ হতে নারায়ণগঞ্জ জেলার মেঘনাঘাট হয়ে হরিপুর পর্যন্ত ৪২ ইঞ্চি ব্যাসের ৫০ কি.মি. দীর্ঘ গ্যাস সঞ্চালন পাইপলাইন এবং আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা।

প্রকল্পের বাস্তবায়নকাল  : জুলাই ২০২১ – জুন ২০২৪

ডিপিপি অনুমোদনের তারিখ : ০৮ জুন ২০২১

অর্থায়নের উৎস  : জিওবি, পেট্রোবাংলা, টিজিটিডিসিএল, বিজিডিসিএল ও জিটিসিএল-এর নিজস্ব অর্থায়ন।

প্রকল্প ব্যয় (লক্ষ টাকায়)মোট ১৩০৪,৬২.০০(এক হাজার তিনশত চার কোটি বাষট্টি লক্ষ)

[জিওবি: ৫১২,৫৯.০০ (পাঁচশত বার কোটি উনষাট লক্ষ)  এবং নিজস্ব অর্থায়ন: ৭৯২,০৩.০০(সাতশত বিরানব্বই কোটি তিন লক্ষ)]

প্রকল্পের অর্জন:

প্রকল্পের আওতায় পণ্য ও মালামাল ক্রয়ের ৬ টি প্যাকেজের মধ্যে ৫ টি প্যাকেজ যথা লাইনপাইপ, কোটিং ও র‌্যাপিং ম্যাটেরিয়ালস্, ইন্ডাকসন বেন্ডস্, Miscellenious Fittings ও পিগ ট্রাপস্ এবং বল, গেট ও প্লাগ ভাল্বস্ মালামাল ক্রয়ের লক্ষ্যে সরবরাহকারীর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ক্যাথোডিক প্রটেকসন (সিপি) মালামাল ক্রয়ের লক্ষ্যে ১ম সর্বনিম্ন দরদাতার উদ্ধৃত দর ডিপিপির প্রাক্কলিত মূল্য অপেক্ষা বেশি হওয়ায় পুনঃদরপত্র আহবান করা হয়েছে। সয়েল ও সাব-সয়েল ইনভেস্টিগেশন কাজ সম্পন্ন হয়েছে। অপরদিকে ইপিসি ভিত্তিতে HDD পদ্ধতি প্রয়োগ করে ০৯ টি নদী (গোমতী, মেঘনা-গোমতী, মেঘনা-গোমতী শাখা ১, মেঘনা-গোমতী শাখা ২, কাজলা, মেঘনা, আশারিয়া, মেনিখাল ও ব্রহ্মপুত্র ) ক্রসিং (মোট ৫.৮০ কিঃমিঃ) কাজের জন্য বৈদেশিক ঠিকাদার নিয়োগের লক্ষ্যে দরপত্র আহবান করা হয়েছে। ইপিসি ভিত্তিতে গজারিয়া, মেঘনাঘাট ও হরিপুরে যথাক্রমে ৩০০, ৬০০ ও ৩০০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন ৩(তিন)টি মিটারিং স্টেশন স্থাপনের বৈদেশিক ঠিকাদার নিয়োগের লক্ষ্যে দরপত্র দলিল প্রস্তুত প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকল্পের আওতায় তিনটি জেলার (কুমিল্লা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ ) ৭টি উপজেলায় (হোমনা, তিতাস, মুরাদনগর, মেঘনা, গজারিয়া, বন্দর ও সোনারগাঁও) প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন পরবর্তীতে ভূমি অধিগ্রহণ ও হুকুমদখলের প্রস্তাব দাখিল করা হয়েছে এবং সম্ভাব্যতা যাচাই সম্পাদন করা হয়েছে। সকল উপজেলার জেলা ভূমি বরাদ্দ কমিটির (DLAC) সভা অনুষ্ঠিত হয়েছে। মুরাদনগর, তিতাস, হোমনা, গজারিয়া ও সোনারগাঁও উপজেলায় ভূমি অধিগ্রহণের লক্ষ্যে ৪(১) ধারার নোটিশ জারি করা হয়েছে এবং যৌথ তদন্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ছাড়া বন্দর উপজেলার ভূমি অধিগ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুরু হতে প্রকল্পের ভৌত অগ্রগতি শতকরা ৩ ভাগ এবং আর্থিক অগ্রগতি শতকরা ০.০৭ ভাগ।



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon