প্রকল্প পরিচালক: মোহাম্মদ জাকিরুল ইসলাম প্রকল্পের নাম: বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুতে গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প ই-মেইল: zeropointgtcl@gmail.com মোবাইল: ০১৭০৯৬৩৯৬৯৪ |
প্রকল্পের উদ্দেশ্য : দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থাপিত ও স্থাপিতব্য বিদ্যুৎ কেন্দ্র, শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্যিক গ্রাহক ও অন্যান্য গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের নিমিত্ত বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পূর্বপাড় ভাল্ব স্টেশন হতে বাস্তবায়নাধীন রেলওয়ে সেতু হয়ে বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পশ্চিমপাড় ভাল্ব স্টেশন পর্যন্ত ৩৬" ব্যাসের ১০ কি.মি. দীর্ঘ ১০০০ পিএসআইজি চাপ সম্পন্ন গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর্যাপ্ত গ্যাস সরবরাহের সুযোগ সৃষ্টি করা।
বাস্তবায়নকাল : জুলাই ২০২১ হতে জুন ২০২৫ পর্যন্ত।
অর্থের উৎস : জিটিসিএল-এর নিজস্ব অর্থায়ন
প্রকল্প ব্যয় : মোট ২৯৭,৩৯,০০,০০০/- (দুইশত সাতানব্বই কোটি উনচল্লিশ লক্ষ)।
প্রকল্পের অর্জন:
প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র ২৭-০১-২০২২ তারিখে সংগ্রহ করা হয়েছে এবং প্রকল্পের আওতায় রেলওয়ে সেতুতে পাইপলাইন স্থাপনের জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃক গত ১৫-০৬-২০২১ তারিখে ও বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর উভয় প্রান্তের ভূমিতে পাইপলাইন স্থাপনের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক গত ২৪-১১-২০২১ তারিখে অনুমোদন প্রদান করা হয়। রেলওয়ে সেতুতে পাইপলাইন নির্মাণের জন্য প্রয়োজনীয় Embedded Materials ক্রয়সহ স্থাপন কাজ Depository ভিত্তিতে রেলওয়ে প্রকল্পের মাধ্যমে সম্পাদন করা হয়েছে। প্রকল্পের আওতায় ইপিসি ভিত্তিতে সিপি সিস্টেম ও অন্যান্য ফ্যাসিলিটিসসহ ৩৬" ব্যাসের ১০ কি.মি. পাইপলাইন নির্মাণের ডিজাইনসমূহ পরামর্শকের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে এবং আন্তর্জাতিক ইপিসি ঠিকাদার নিয়োগের লক্ষ্যে গত ১৪-০১-২০২২ তারিখে দরপত্র আহবান করা হয়, যার বিপরীতে ০৩ (তিন)টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। দরপত্রসমূহের মূল্যায়ন কাজ সম্পন্ন করা হয়েছে এবং শীঘ্রই ঠিকাদার নিয়োগ করা সম্ভব হবে। প্রকল্পের কার্যাদি রেলওয়ে সেতু নির্মাণকাজের সাথে জড়িত বিধায় রেলওয়ে সেতু প্রকল্পের অগ্রগতির সাথে সমন্বয়পূর্বক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। শুরু হতে প্রকল্পের বাস্তব অগ্রগতি শতকরা ১৬ ভাগ এবং আর্থিক অগ্রগতি শতকরা ০.৯৩ ভাগ।