Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০২২

পদ্মা ব্রীজ (রেলওয়ে) গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প

প্রকল্পের উদ্দেশ্য   : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের লক্ষ্যে পদ্মা সেতু প্রকল্পের আওতায় সেতু বরাবর ৩০ ইঞ্চি ব্যাসের ৬.১৫ কি. মি. গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ করা।

বাস্তবায়নকাল      : জানুয়ারি ২০০৯ হতে জুন ২০২২।

অর্থের উৎস         : জিওবি।

প্রকল্প ব্যয়   (লক্ষ টাকায়): মোট ২৫৩,৮০.০০(দুইশত তিপান্ন কোটি আশি লক্ষ) টাকা।

অর্জিত অগ্রগতি   :

পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান AECOM  কর্তৃক “Gas Pipeline Design Drawing” চূড়ান্তকরণ পরবর্তীতে সেতু নির্মাণের মূল ঠিকাদারী প্রতিষ্ঠান China Railway Major Bridge Engineering Group Co. Ltd. (MBEC) কর্তৃক পাইপলাইন নির্মাণের উপ-ঠিকাদার হিসেবে China Petroleum Pipeline Bureau (CPP), China-কে নির্বাচন করা হয় এবং ০১-০৯-২০২০ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়। উপ-ঠিকাদার CPP কর্তৃক ডিজাইন, ড্রয়িং ও কারিগরি বিনির্দেশ অনুসারে পাইপলাইন মালামাল সরবরাহপূর্বক মাঠ পর্যায়ের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে জিটিসিএল এর তত্ত্বাবধানে ২৭-০৮-২০২১ তারিখ হতে Production Welding শুরু করে ৩১-০৩-২০২২ তারিখে ৩০" ব্যাসের ৬.১৫ কি.মি.পাইপলাইনের সামগ্রিক নির্মাণ কাজ সম্পন্ন করা হয় এবং নির্মিত পাইপলাইনে ০৫-০৪-২০২২ তারিখে হাইড্রোস্ট্যাটিক টেস্টিং সম্পাদন করা হয়। Hydrostatic Test সম্পাদন পরবর্তীতে Dewatering Cleaning এবং Drying কাজ সম্পাদন করে ০৫-০৬-২০২২ তারিখে পাইপলাইন অংশ ২০ পিএসআইজি চাপে নাইট্রোজেন চার্জিংপূর্বক দুই প্রান্তে  Blind Flange স্থাপন করা হয়েছে।