Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মার্চ ২০২৫

জিটিসিএল এর অফ-ট্রান্সমিশন পয়েন্টে গ্যাস স্টেশন স্থাপন ও মডিফিকেশন প্রকল্প

প্রকল্প পরিচালক:  আব্দুল মোমেন

প্রকল্পের নাম: জিটিসিএল এর অফ-ট্রান্সমিশন পয়েন্টে গ্যাস স্টেশন স্থাপন ও মডিফিকেশন প্রকল্প

ই-মেইল: gtcl.mez@gmail.com

মোবাইল: ০১৭০১২০২১৯০

 

প্রকল্পের উদ্দেশ্য :

প্রাকৃতিক গ্যাস এর সুষ্ঠ ব্যবহার, গ্যাস পরিবহন ও বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকল্পে জিটিসিএল এর গ্রীড হতে বিভিন্ন ডিস্ট্রিবিউশন কোম্পানিকে পরিমাপকৃত ও মানসম্পন্ন গ্যাস সরবরাহ করা।

বাস্তবায়নকাল : জুলাই ২০২১ হতে জুন ২০২৬ পর্যন্ত।

অর্থের উৎস :  জিটিসিএল এর নিজস্ব অর্থায়ন।

প্রকল্প ব্যয় (লক্ষ টাকায়): ৯৩৮৫৩.০০ (তিরানব্বই হাজার আটশত তিপান্ন)

প্রকল্পের অর্জন:

প্রকল্পের ক্রয় পরিকল্পনার পণ্য-৩ এর অন্তর্ভুক্ত লট-এ (আশুলিয়া ও ডেমরাতে ২টি সিজিএস ও গাড়ারানে ১টি মিটারিং স্টেশন স্থাপন এবং আমিনবাজার ও মনোহরদীতে ২টি স্টেশনে মডিফিকেশন কাজ) এর কাজ সম্পন্ন হয়েছে। লট-সি (গৌরীপুর ও লাকসামে ২টি আরএমএস এবং বাখরাবাদ ও বিজরাতে ২টি মিটারিং স্টেশন স্থাপন) এর মাঠ পর্যায়ের কাজ চলমান রয়েছে। বিজরা আন্তঃসংযোগ পাইপলাইন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং আমদানীকৃত মালামাল সাইটে আসা শুরু হয়েছে। লট-ডি (নিজকুঞ্জরা ও মিঠাছড়াতে ২টি আরএমএস এবং ফৌজদারহাটে ১টি সিজিএস স্থাপন) এর মাঠ পর্যায়ের কাজ চলমান রয়েছে। আমদানীকৃত মালামাল সাইটে আসা শুরু হয়েছে।লট-বি (মুচাইতে আরএমএস স্থাপন এবং হবিগঞ্জে ও খাটিহাতাতে ষ্টেশন মডিফিকেশন) ও লট-ই (বগুড়া ও ইশ্বরদী আরএমএস স্থাপন) এর অন্তর্ভুক্ত কাজ সম্পাদনের জন্য মাঠ পর্যায়ের কাজ চলমান রয়েছে। এবং লট-এফ এর আওতায় ৬টি হট-ট্যাপিং কাজ সম্পন্ন হয়েছে।

প্রকল্পের আওতায় কুমিল্লা,গাজীপুর ও ফেণী জেলায় মোট ৫.০৪ একর ভূমি অধিগ্রহণ কাজ সম্পন্ন হয়েছে।

প্রকল্পের শুরু থেকে  আর্থিক অগ্রগতি: ৪৭.২৮%

প্রকল্পের  শুরু থেকে ভৌত অগ্রগতি: ৫৭%